মালদা

মদ খাওয়ার টাকা না দেওয়ায় টোটো ব্যবসায়ীকে মারধর, চাঞ্চল্য ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকায়

মদ খাওয়ার টাকা না দেওয়ায় এক টোটো ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তার মধ্যে বেধড়ক মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল এলাকারই কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। আহত টোটো ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ৪ দুষ্কৃতির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতর পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদার ইংরেজবাজার থানার ঝলঝলিয়া এলাকার মাতাল মোড়ে। 

জানা গিয়েছে, আহত টোটো ব্যবসায়ীর নাম রঞ্জিত মল্লিক, বাড়ি ওই এলাকাতেই। তার একটি টোটর দোকান রয়েছে। এদিন রাত্রিবেলা দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ওই এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতি ভরত কর্মকার সহ বেশ কয়েকজন তার পথ আটকায় এবং তার কাছে মদ খাওয়ার টাকা চায়। সেই টাকা দিতে রাজি না হওয়ায় তারা তাকে রাস্তার উপরে ফেলে বেধড়ক মারধর শুরু করে। স্থানীয় জনতা তাকে কোন রকমে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শহরের মধ্যে এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর আবার প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। 

এবিষয়ে আহত টোটো ব্যবসায়ী রঞ্জিত মল্লিক জানান, তিনজন টোটো চালক সহ এক জন মুচি তার কাছে মদ খাওয়ার জন্য টাকা চাইলে সে টাকা দিতে রাজী না হওয়ায় ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় ও মারধর করে। অভিযুক্তদের মধ্যে একজনের নাম ভরত কর্মকার বলে জানান তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/yDTa7441_DI